রাফায়েল নাদাল বিশ্ব টেনিসের ইতিহাসে একটি সমৃদ্ধির নাম, একটি সাফল্যের নাম, একটি রেকর্ডের 🍷নাম। স্পেনের এই মনহাতারকা ২২টি গ্রান্ড স্লাম শিরোপা জয় করেছেন তার চমৎকার ক্যারিয়ারে। বেশ কিছু টুর্নামেন্টে না খেললেও আসন্ন ডেভিড কাপে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত হওয়া গেল।
ইউএস ওপেন টেনিস আসর থেকে নাম প্রত্যাহার করার পর ৩৮ বছর বয়সী নাদাল লেভার কাপে🙈ও খেলেননি। প্যা🦩রিস অলিম্পিকে দ্বৈত ইভেন্টে অংশ নেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজকে পার্টনার করে। তবে বছরের শেষ গ্রান্ড স্লামে কোয়ার্টার ফাইনালেই বিদায় নেন এই জুটি।
সোমবার স্পেনের ডেভিস কাপের দল ঘোষণা করা হয়। সেখানে নাদালের সঙ্গে আরও রয়েছেন ২১ বছর বয়সী আলকারাজ। আগামী ১২ নভেম্বর🐈 শুরু হওয়া ডেভিস কাপে স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।