ঐতিহ্যবাহী ⛄ঢাকা মোহামেডান এবং বর্তমান দেশসেরা ক্লাব বসুন্ধরা কিংস বুধবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুপুর ৩টায় ফেডারেশন কাপের ফাইনালে🦩 মুখোমুখি হচ্ছে।
চলতি মৌসুমে সকল শিরোপাতেই বসুন্ধরার প্রতিপক্ষ মোহඣামেডান। স্বাধীনতা কাপের পর এবার ফেডারেশন কাপে, ছিল তেমনি প্রিমিয়ার ফুটবল লিগেও। মোহামেডানকে হারাতে পারলে চলতি মৌসুমের ট্রেবল জিতবে বসুন্ধরা। এক মৌসুমে তিন ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে ২০১৩ সালে শেখ রাসেলের। পেশাদার লিগের আগে এমন অর্জন আছে মোহামেডানেরই, ২০০২ সালে কোচ আবুল হোসেনের অধীনে।
১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপে এক সময় ছিল মোহামেডানের বড় প্রাধান্য। নিয়মিত চ্যাম্পিয়ন হতো ক্লাবটি। ২০০৯ সালের পর এই টুর্নামেন্টে আর চ্যাম্পিয়ন হতে পারেনি সাদা-কালো জার্সিধারীরা। জাতীয় দলের সাবেক অধিন𝐆ায়ক আলফাজের কোচিংয়ে ১৪ বছর পর ২০২৩ সালে ফেডারেশন কাপের ট্রফি ঘরে তোলে মোহামেডান। তাই এই বছর তাদের শিরোপা ধরে রাখার মিশন।
গত বছর ফেডারেশন কাপের ফাইনাল ছিল আবাহনী ও মোহামেডানের মধ্যকার। যেটি ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে সেরা ফুটবল ম্যাচ ছিল। ম্যাচটিতে নির্ধারিত সময়ে ৩-৩ ড্র। অতিরিক্ত সময়ে দুই দল আরও ১ টি করে গোল করে। পরে শেষ পর🍰্যন্ত টাইব্রেকারে মোহামেডানের জয়।
ফাইনালের আগে মোহামেডান ফেডারেশনে চিঠি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ঐতিহ্যবাহী দলটি ৫ রেফারির ওপর আপত্তি দিয়েছে ফেডারেশনের কাছে। বসুন্ধরারও আপত্তি আছে কয়েকজনের ওপর। তাই ফাইনালে বাঁ⛦শি বাজানো নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ফেডারেশন। রেফারিরা ময়মনসিংহ ভেন্যুর উদ্দেশে সকালে রওনা হয়েছেন। ম্যাচের কিছুক্ষণ আগে জানা যাবে কার হাতে থাকছে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা।