স্পেনের বার্𒀰সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ক্লাবে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন বিশ্ব তারকা লিওনেল মেসি। প্যারিসের ক্লাবে দুই মৌসুম খেলেন তিনি। সেখানে ভাল ছিলেন না তিনি। মেসি জানিয়েছেন, তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। থাকতে পারছিলেন না তিনি। একটি ঘটনার পরে প্যারিস ছাড়ার সিদ𝔍্ধান্ত নিয়েছিলেন মেসি। দুই বছর পর মেসি পিএসজি ছাড়ার কারণ জানালেন।
একটি সাক্ষাৎকারে মেসি বলেন, ‘প্যারিসে আমার প্রতিবেশীরা রাত ৯-১০টায় দরজায় এসে টোকা মারত। ওরাꦑ বলত, আমার সন্তানেরা যাতে বাগানে ফুটবল না খেলে। ফুটবল খেলার শব্দে নাকি ওদের অসুবিধা হয়। প্রতিবেশীরা আমাদের খুব বিরক্ত করত। তার প্রভাব আমার খেলায় পড়ত। আমরা একদম ভাল ছিলাম না। আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সন্তানদের খেলায় আপত্তি জানানোর পরেই ঠিক করে নিয়েছিলাম, এখানে থাকব না।’
দলের উপর আলাদা করে কোনও অভিযোগ নেই মেসির। কিন্তু সেখানে ভাল করে খেলায় মন দিতে পারছিলেন না বলে জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘ক্লাবের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু আমি যে রকম ভেবেছিলাম তেমনটা হয়নি। ব্যক্তিগত ভাবে খুব সমস্যায় পড়েছিলাম। তার প্রভাব খেলায় পড়ছিল। ওখানে থাকাকালীন আমার জীবনের একমাত্র ভাল অভিজ্ঞতা হল বিশ্বকাপ জ🥃েতা।’
২০২২ সালে বিশ্বকাপ জেতার পরে আর পিএসজি-তে থাকেননি মেসি। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। দেশের হয়ে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন🤡 মেসি। কোপা আমেরিকায় শুক্রবার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।