• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশ- ভারত টেস্ট

সাকিবদের হারের একমাস পর ভেন্যু নিয়ে আইসিসির ভূয়া নাটক


তারিক আল বান্না
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৪:২৭ পিএম
সাকিবদের হারের একমাস পর ভেন্যু নিয়ে আইসিসির ভূয়া নাটক
কানপরের এই বাজে পিচে বাংলাদেশ ও ভারতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ভারত সফরকারী বাংলাদেশ ও নিউজিল্যাꦚন্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে। বাংলাদেশক🍃ে ২-০ ব্যবধানে হারালেও কিউইদের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় স্বাগতিক ভারত। পাঁচ টেস্টের ভেন্যুর মধ্যে  চারটি নিয়েই অসন্তুষ্টির কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

অবশ্য আইসিসির এই অসন্তুষ্টির কোনো ইতিবাচক ফলাফল নেই। কারণ, ঐ পাঁচটি টেস্ট ম্যাচের ফলাফলে তো কোনো পরিবর্তন হবে না। মুখে বলা হলো, ‍‍‘ভারত অন্যায়𝔍 করেছে এমন পিচ তৈরি করে। ভবিষ্যতে যাতে তারা আর এমন পিচ তৈরি না করে।‍‍’ 

এই ধরনের নিন্দা জানানোর 🐼কথা প্রচার করে তো ভুক্তভোগী প্রতিপক্ষের ক🍷োনো লাভ হয় না। বাংলাদেশ ও নিউজিল্যান্ড কতটা ভোগান্তির শিকার হয়েছে, সেটা তারাই ভালো জানে। এই চারটি পিচের মধ্যে একটি কানপুর। যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।

একমাত্র চেন্নাই টে🐻স্টের পিচকে সন্তোষজনক বলেছে আইসিসি।কানপুর ছাড়াও নিউজিল্যান্ড সির🎶িজের তিন পিচ পুনে, বেঙ্গালুরু ও মুম্বাইয়ের নিন্দা জানায় আইসিসি।

Link copied!