• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৭ মাসের অন্তঃসত্ত্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৮:২৭ পিএম
৭ মাসের অন্তঃসত্ত্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ন🐽েত্রকোনার দুর্গাপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের বসত⛄ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত গৃহবধূর নাম মাজেদা আক্তার (২৮)। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাশের উপজ﷽েলা কলমাকান্দার পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমা♔নের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী মাজেদা।

স্থানীয় সূত্রে জাꩵনা গেছ💙ে, সাত বছর আগে বিয়ে হয় মাজেদা ও ঝোঁটন মিয়ার। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। ঝোঁটন মিয়া কাজ না করায় প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত তাদের। একাধিকবার শ্বশুরবাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মীমাংসাও হয় তাদের।

স্থানীয়রা আরও ꦗজানান, বৃহস্পতিবার রাতে ঝোঁটন গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা। পরে ঝোঁটন অন্য কক্ষে গিয়ে ঘুমিয়ে যান। সকালে পরিবারের সদস্যরা মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানಞায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া🐷ই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!