ফরিদপুরে গৃহবধূ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুর মোল্লাকে (৩৫ꦗ) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ওবায়দুর মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে🐼 তাকে গ্রেপ্তার করা হয়।
ওবায়দুর 🍌মোল্যা ও নিহত গৃহবধূ সম্পর্কে চাচী ভাতিজা। তিনি বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।
পুলিশ জানায়, ২০১৯ সালের ১৫ মার্চে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভཧাটদি গ্রামের পꦏ্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমের (৩০) মরদেহ বাড়ির পাশের গমক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মনিরা বেগমের ভাই রবিউল মোল্যা বাদী হয়ে ঘটনার পরের দিন ওবায়দুর মোল্যাকে আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। পরে চলতি বছরের ২৪ মার্চ ওবায়দুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
জানা যায়, নিহত মনিরা🍒 বেগমের স্বামী প্রবাসে থাকার করণে ভাতিজ💝া ওবায়দুর মোল্যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরা বেগমকে হত্যা করে বাড়ির পাশের গমক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান ওবায়দুর রহমান।
বোয়ালমারী থানার উপপরিদর্শক আ. লতিফ মন্ডল জানান, হত্যাকাণ্ডের পর ৫ বছর আত্মগোপনে ছিলেন আসামি ওবায়দুর মোল্যা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চ൲ালিয়ে বুধবার রাত ১টার দিকে তাকে সদরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা𒆙 হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, “ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেপ্🥂তারের প✤র বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”