বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের একটা আলাদা সুনাম রয়েছে। ক্যারিবিয়ান ক্রিকেটাররা অনেকের কাছেই আদর্শ। ক্লাউভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, মাইকেল হোল্ডিং, ক্রিস গেইল, কায়রন পোলার্ড, কোর্টনি ওয়ালশ, কার্টলি এমব্রোস, ড্যারেন সামির মতো খ্যাতিমান ও জনপ্রিয় ক্রিকেটারদের উত্তরসূরি আলজারি জোসেফ৷ কিন্তু তার আচরণে তেমনটা ভাবা যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ চলাকালে মাঠে জোসেফ যে আচরণ করেন, তা ছিল নিছক ছেলেমানুষির মতো। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সহজেই জিতে সিরিজ নিশ্চিত করে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর🍬্ড জোসেফকে আগামী দুই ম্যাচের জন্য সাসপেন্ড করেছে। তবে ঐ দুই ম্যাচ ওয়ানডে নাকি টি-টোয়েন্টি বা টেস্ট হবে সেটা স্পষ্ট করেনি বোর্ড। আসলে ম্যাচে ইংল্যান্ডের ইনিংস চলাকালে জোসেফ দুই বার ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়ক শাই হোপের সঙ্গে তর্ক-বির্তক করে এবং ফিল্ডারদের মিস ফিল্ডিংয়ের কারণে কাউকে কিছু না বলে মাঠ ছেড়ে চলে যান। এই আচরণে খুবই হতাশা প্রকাশ করেছে ক্যারিবিয়ান ক্রিকেট কর্তৃপক্ষ। জোসেফ অবশ্য শাস্তি মেনে নিয়েছেন এবং বোর্ড, সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।