মিডিয়াতে পাকিস্তানের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সংবাদ প্র✃ায় প্রতিদিনই কিছু না কিছু থাকছেই। ভারতের সঙ্গে পাকিস্তানের সমঝোতার কারণে অনিশ্চয়তায় পড়া এই ওয়ানডে টুর্নামেন্ট প্রাণ ফিরে পেয়েছে। এরই মধ্যে আয়োজক পাকিস্তান এই আসর নিয়ে নতুন করে ধাক্কা খেল।
আনুষ্ঠানিক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও প্রকাশিত হয়নি। তার আগেই শোনা গেল, ম্যাচ আয়োজনের দায়িত্ব 🥃হারাতে পারে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম।
সূচি ঘোষণা না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেলেই হবে, তা নিশ্চিত হয়েছে। অর্থাৎ ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনাꦆলে না ওঠে তাহলে হয়তো পাকিস্তানেই শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত ফাইনালে উঠলে সেটাও দুবাইয়ে হবে। তার বদলে আগামী ꦉতিন বছর পাকিস্তান আইসিসির কোনও ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে যাবে না।
রাওয়ালপিন্ডি ছাড়াও পাকিস্তানের করাচি এবং লাহোর, এই তিনটি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা। যেহেতু এখন দুবাইয়েও ম্যাচ হবে, তাই বাড়তি একটি স্টেডিয়ামে ম্যাচ করতে গেলে সম্প্রচারকারীদের খরচ বাড়বে। যাতায়াতও একটা সমস্যা। তাই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। সে ক্ষেত্রে করাচি, লাহোর ও দুব♛াইয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগলো।
পাকিস্তানের কাছে এটা একটা ধাক্কা। কারণ রাওয়ালপিন্ডি স্টেডিয়াম নতুন করে সাজিয়ে তুলতে ইতোমধ্যেই প্রচুর🅘 অর্থ খরচ করে ফেলেছে তারা। স্টেডিয়ামের কাজও শেষ পথে। কিছু দিন আগেই আইসিসি ও পিসিবির কর্মকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখে গিয়েছেন। এখন ম্যাচ বাতিল করা হলে স্থানীয় সমর্থকরাও খেলা দেখা থেকে বঞ্চিত হবেন।