নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। এটি চব্বিশের গণ-অভ্যুত্থা💙নে জড়িত ছাত্র-জনতার 🥀প্রথম রাজনৈতিক দল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবাܫর (১৭ ডিসেম্বর) বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আত্মপ্রকাশ করে দলটি।
দলটির সঙ্গে যুক্তরা, ফ্যাসিবাদ বিলোপের দাবি পূরণ না হলে ২০২🌞৫ সালে নতুন করে গণ-অভ্যুত্থান করা হবে। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন সংবিধান প্রণয়নের জন্য সবার আগে আন্দোলন গড়ে তুলতে হবে।
পরে জুলাই গণহত্যায় শহীদ নাইমা আক্তারের মা আইনুন নাহার ও দলটির সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান নেতৃত্বে নেতাকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে♊ একটি মিছিল বের করে🥃ন।
এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ক্ষমতা না জনতা, জনতা জ💯নতা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধানসহ নানা স্লোগান দেন।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিন🧔ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের নেতা জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আক্তার, আবদুস সালাম, হাসান আরিফ, সাইয়েদ কুতুব, ইঞ্জিনিয়ার ইমামুল হক, ডা. জহিরুল ইসলাম, মো.♌ রাশিদুল ইসলাম, ইমাম সাদিক আদনান, জয়নাল আবেদিন, আহমেদ মোফাচ্ছের, কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।