হয়তো বিশ্বসেরা ফুটবলারদের তালিকা কর✨তে গেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটা চলে আসবে। যদিও এই রোনালদো কখনো বিশ্বকাপ জেতেননি। কিন্তু আরেক রোনালদো রয়েছেন, যার নামের পাশে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন’ কথাটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি রোনালদো নাজারিও। ব্রাজিলের এই রোনালদো এবার সেই দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পড়ে লড়ার ঘোষণা দিয়েছেন।
নিজের সময়ের সের🌜া স্ট্রাইকার ছিলেন ব্রাজিলের রোনালদো। ডি-বক্সে𝄹র সামনে তিনি এতই অসাধারণ ছিলেন, তার নামই হয়ে যায় ‘দ্য ফেনোমেনন’। এই স্ট্রাইকার সর্বকালের সেরাদের একজন। ২০০২ বিশ্বকাপ পাওয়া এই খেলোয়াড় স্পেনের লা লিগার ক্লাব রিয়াল ভায়োদালিদের মালিকানায় আছেন। এবারে নামছেন ব্রাজিলের ফুটবল প্রেসিডেন্টের পদে।
কদিন আগেই জানান, তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি ꦦহতে চান। এবার আনুষ্ঠানিকভাবে সিবিএফের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানালেন সাবেক এই বিশ্ব তারকা। সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন রোনালদো দ্য ফেনো♏মেনন।
সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিলজুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন তিনি। এই সফরে সমর্থন আদায়ের জন্য রোনালদো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন উল্লেখ করেছেন গণমাধ্যম❀ের🐼 সামনে।
রোনালদোর ভাষ্য, ‘এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে, আমি সিবিএফের সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে। কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ কর🌜তে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।’
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর একাধিক ক্লাবের মালিকানা কিনেছিলে🥂ন রোনালদো। তবে সেসব বাদ দিয়ে এই মুহূর্তে ব্রাজিলের ফুটব🔴লেই ফিরতে চান সাবেক এই স্ট্রাইকার। ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনালদো।
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ’আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্🍒বিক স্তরে ফি⭕রিয়ে আনা। জাতীয় দল এখন ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।’