• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সালাহ-হাকিমি-গুইরাসিদের ডিঙিয়ে আফ্রিকার বর্ষসেরা লুকমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০১:৩৭ পিএম
সালাহ-হাকিমি-গুইরাসিদের ডিঙিয়ে আফ্রিকার বর্ষসেরা লুকমান
আদেমোলো লুকমান। ছবি : সংগৃহীত

যেই মহাদেশে জন্ম মিশরের মোহাম্মাদ সালাহ’র মতো ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো তারকা, মরক্কোর ꦑতারকা আশরাফ হাকিমি ও গিনির সেরহো গুইরাসির মতো দক্ষ ফুটবলার, সেই আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হওয়াটা কম কথা নয়। হ্যা, সেটাই অর্জন করলেন নাইজেরিয়ার আদেমোলো লুকমান।

আগেই অনুমেয় ছিল লুকমানের পুরস্কার লাভের বিষয়টি। কারণ, মাত্র কিছুদিন আগেই ব্যালন ডি’অরের মঞ্চে আফ্রিকান খেলোয়াড়দের 🎃মাঝে ছিল তার নামটা। ইতালিয়ান সিরিআ তে আতালান্টার হয়ে ছুটছেন দুরন্ত বেগে। লুকমান নামটা এখন ফুটবলের বড় নামদের একটা। এই তারকার হাতেই শেষ পর্যন্ত আফ্রিকার বর্ষসেরার পুরস্কার উঠলো।෴  

এই আতালান্টা উইঙ্গার বিগত মৌসুমে ৪৫ ম্য𓆏াচে ইতালিয়ান ক্লাবটির হয়ে করেছেন ১৭ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল। তার হ্যাটট্রিকের সুবাদেই ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছিল ইতালিয়ান ক্লাবটি। সেরা হিসেবে তাই তাকে বেছে নিতে সমস্যাই হয়নি জুরি বো🌱র্ডের।

জাতীয় দলের হয়েও লুকম্যান ছিলেন সমান উজ্জ্বল। নাইজেরিয়ার ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে জিতলেন মহাদেশীয় বর্ষসেরার খেতাব। নাম লিখিয়েছেন এনওয়ানকো কানু, ভিক্টর ওসিমেন, রাশিদি ইয়েকিনির মতো নামী তারকাদের সঙ্গে। একইদিনেꦛ জাম্বিয়া নারী দলের অধিনায়ক বারবারা বান্দা নির্বাচিত হন আফ্রিকার সেরা নারী খেলোয়াড় হিসেবে।

লুকমান চলতি মৌসুমে এরইমাঝে লিগেꦆ করেছেন ১২ গোল। সবশেষ ম্যাচে তার গোলে এসি মিলানকে হারায় আতালান্টা।

এছাড়া, সেরা গোলরক্ষক হয়েছেন দক্ষিণ আফ্রিকার রন𝔉ওয়েন উইলিয়ামস। সেরা ক্লাব তারকাও হয়েছেন মামেলোদি সানডাউনের এই গোলরক্ষক। সেরা তরুণ হয়েছেন এএস মোনাকোতে খেলা সেনেগালিজ তরুণ লামিনে কামারা। সেরা কোচ আইভরি কোস্টের এমার্স ফেই, সেরা জাতীয় দল আইভরি কোস্ট এবং সেরা ক্লাব মিশরের আল-আহলি।

Link copied!