• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৪ বছর পর সেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরছেন রশিদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:২৮ পিএম
৪ বছর পর সেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরছেন রশিদ খান
রশিদ খান। ছবি: সংগৃহীত

২০২১ সালের মার্চ মাসে শেষবারের মতো সাদা পোষাক ও লাল বলের ক্রিকেটে খেলেছিলেন রশিদ খান। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। চার বছর পর সেই একই দলের বিপক্ষে ফির টেস্ট ক🍨্রিকেটে ফিরছেন তিনি।

তবে রঙিন পোশাকে আফগানিস্তান দলে নিয়মিতই দেখা যায় র🦋শিদকে। প্রায় ৪ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্🐠ছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে  ডান হাতি এই অলরাউন্ডার ফিরছেন ক্রিকেটের অভিজাত সংস্করণে।

দুই টেস্টের সিরিজের জন্য𝓀 সোমবার ঘোষিত ১৮ জনের দ🐲লে রশিদকে রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারকা এই লেগ স্পিনারের সঙ্গে জায়গা পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ৭ জন।

গত সেপ্টেম্বর আফগানিস্তানের টেস্ট খেলার কথা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয় হ𓃲্যামস্ট্রিংয়ের চোটে ভোগা রশিদকে। এরপর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে চিকিৎসকের পরামর্শে টেস্ট থেকে 🐬বিরতি নেন তিনি। এবার ফিরলেন পুরো ফিট হয়ে।

এখন পর্যন্ত ৫ টেস্ট খেলে ৩৪টি উইকেট নিয়েছেন রাশিদ। ইনিংসে প♈াঁচ শিকার ধরেছেন চারবার, ম্যাচে ১০টি দুইবার।

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের প্রথম টেস্ট শুরু আগামী ২৬ ডিসেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২ জানুয়ারি। দুটি ম্যাচই হবে বুলাওয়ায়োতে। টেস্ট সিরিজের আগে তিনটি ওয়ানডেও খেဣলবে দুই দল।

আফগানিস্তান টেস্ট দল: হাশমাতউল্লাহ👍 শাহিদি (অধিনায়ক), রেহমাত শাহ (সহ-অধিনায়ক), ইকরাম আলিখিল, আফসার জাজাই, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আতাল, আব্দুল মালিক, বাহির শাহ, ইসমাত আলম, আজমাতউল্লাহ ওমারজাই, জহির খান, জিয়াউর রেহমান, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমাদ, নাভিদ জাদরান ও ফরিদ আহমাদ

Link copied!