• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাবরকে রানে ফিরতে যে পরামর্শ পন্টিংয়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৬:৪৯ পিএম
বাবরকে রানে ফিরতে যে পরামর্শ পন্টিংয়ের
রিকি পন্টিং ও বাবর আজম। ছবি: সংগৃহীত

একসময়ের মাঠ কাঁপানো বাবর আজমের ব্যাটে এখন রান নেই। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে তাকে দল থেকেই বাদ দিಞয়ে দেন পাকিস্তানের নির্বাচকরা। সেই বাবরকে রানে ফেরার জন্য বিরাট কোহলির পথ অনুসরণ করতে বলছেন রিকি পন্টিং।

পাকিস্তানের সাবেক অধিনা🍸য়ক বাবর টেস্টে শেষ ১৮টি ইনিংসে অর্ধশতরানও করতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রান পাননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে বাদ পড়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে ফেরানো হয়েছে তাকে। প্রথম ম্যাচে ৩৭ রান করেছেন তিনি। বাবরের ফর্ম হারানো সম্পর্কে বলতে দ্গিয়ে পন্টিং তাকে কিছু পরামর💯্শ দিয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন পন্টিং। বিশ্বের অন্যতম সফল অধিনায়ক মনে করা হয় তাকে। পন্টিং বলেন, ‘বাবরকে দলে ফেরানোই মুশকিল হয়ে গিয়েছে। বাবর ফর্মে না ফিরলে টেস্ট দলে ওর ফেরা কঠিন। এর আগে আমরা বিরাটকে ন𓆏িয়ে এমন কথা বলতাম। এখন বাবরকে নিয়ে বলতে হচ্ছে। কখনও কখনও মনে হয় বিরাট ঠিক করেছিল বিশ্রাম নিয়ে। যে বিশ্রামের কথা বিরাট নিজেও বলেছে। ক্রিকেট থেকে দূরে ছিল ও। সেই বিশ্রামে বিরাট নিজেকে গুছিয়ে নিয়েছিল। বাবরেরও তেমনই করা উচিত। ক্রিকেট থেকে দূরে থাকা উচিত ওর। কিট ব্যাগটা আলমারিতে বন্ধ করে রেখে অন্য বিষয় নিয়ে ভাবা উচিত। তা হলে আবার আগের ফর্মে ফিরতে পারে ও। আশা করব তখন বাবর🐻কে আবার আগের মতো ব্যাট করতে দেখতে পারব।’

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় ওয়ান𝐆ডে ম্যাচ। সে♎ই ম্যাচে রানে ফেরার জন্য মরিয়া থাকবেন বাবর। অ্যাডিলেডে দলকে জেতাতে পারলে সিরিজেও ফিরবে পাকিস্তান। কারণ প্রথম ম্যাচে তারা হেরে গিয়েছে।

Link copied!