নিজেদের মাটিতে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। অথচ, এমন সুখের দিনেও ক্যারিবিয়ানদের ঘরের মধ্যেই বইছে এক ধরনের অশান্তির 🧸হাওয়া।
বার্বাডোসে বুধবার ক্যারিবিয়ান অধিনায়ক শেইജ হোপের ওপর ক্ষোভ দেখিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান পেসারꩵ আলজারি জোসেফ। তার এমন আচরণকে অগ্রহণযোগ্য বলছেন কোচ ড্যারেন স্যামি।
ইংল্যান্ডে ইনিংসের চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। ফিল্ডিং সাজানো নি🎀য়ে খুশি ছিলেন না বোলার জোসেফ। একপর্যায়ে হোপের সঙ্গে তর্কেও জড়িয়ে যান ডানহাতি এই পেসার। ওভারের চতুর্থ বলে জর্ডান কক্সকে আউট করার পর দলের সঙ্গে উদযাপন না করে উল্টো নিজের বোলিং মার্কে ফিরে যান তিনি।
ওভার শেষের পর কাউকে কিছু না 🧔জানিয়েই জোসেফ মাঠ থেকে উঠে যান। বসে পড়েন ড্রেসিংরুমে। যার ফল🌳ে বাধ্য হয়েই ১০ জন ফিল্ডার নিয়ে পঞ্চম ওভার শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে স্যামি বলেন, ‘আমার ক্রিকেট মাঠে এই ধরনের ব্যবহার অগ্রহণযোগ্য। আমরা বন্ধু হয়ে থাকব।🍌 কিন্তু যে সংস্কৃতি আমি তৈরি করার চেষ্টা করছিও, সেখানে এটা অগ্রহণযোগ্য।’
ষষ্ঠ ওভারের শুরুতে জোসেফ আবারꦜ ঠিক মাঠে ফেরেন। কিন্তু ১২তম ওভারের আগপর্যন্ত বোলিংয়ে আসেননি তিনি। আবারও মাঠ ছাড়ার আগে তার বোলিংয়ে দুবার মিসফিল্ডি𒊎ং হয়। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৫ রান খরচে ২ উইকেট নেন এই পেসার।
স্যামি বলেন, ‘কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে আমি নিজের ওপর গর্ববোধ করি। তবে এমনভাবে করি, যাতে করে সবাই যেন বুঝতে পারে কী করা প্রয়োজন। খেলোয়াড়দের সঠিক পথে ধীরে ধীরে অগ্রসর ꦑহতে হবে।’