• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেতুতে টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল ঘর ভাঙচুর


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৬:১১ পিএম
সেতুতে টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল ঘর ভাঙচুর

চাঁদপুর꧙ সেতুতে টোল চালু করায় সড়ক অবরꦦোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টা থেকে চাঁদপুর সেতু ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভের কারণে দুই ঘণ্টা বন্ধ ছিল চাঁদপুর-লক্🍌ষ্মীপুর সড়কে যানচলাচল। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যানচলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেটে গন্তব্যে যান।

পরে সেনাবাহিনী ও পুলিশের সামনেই💎 উত্তেজিত চালক ও পরিবহন শ্রমিকরা চাঁদপুর সেতুর টোল ঘর ভেঙে ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয় যানচলাচল। তবে পরিস্থিতি এখনো থমথমে।

অটোরিকশাচালক রিয়াদ বলেন, “সকালে খালি সিএনজি নিয়ে যা💟ওয়ার সময় আমার কাছে টোল চায়। আমি টোল দেব না বললে মারধর করে। তারা অবৈধভাবে আর কতদিন টোল নেবে?”

সিএনজিচালিত অটোরিকশার মালিক প্রতিনিধিꩵ খোরশেদ আলম বলেন, “দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পরও এখনো টোল আদায় হচ্ছে। ছাত্র আন্দোলনের কারণে কিছুদিন টোল বন্ধ থাকলেও এখন আবার নতুন করে টোল নেওয়া হচ্ছে। আমরা সব শ্রমিক ও মালিক পরিবহনের নেতাকর্মীরা এই টোল আদায় বন্ধ চাই।”

যাত্রী আব্বাস উদ্দিন বলেন, “সড়কে যানবাহন বন্ধ থাকায় হেꦿটে যেতে হচ্ছে। যত আন্দোলন হোক সাধারণ মান𒁏ুষের দুর্ভোগ বাড়ে।”

চাঁদপুর মডেল থানার ভারপꦑ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। পরে সেনাবাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগ দেন। প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল করে। টোল আদায় নিয়ে উভয়ের সঙ্গে কথা বলে🅠 সমাধানের চেষ্টা চলছে।”

Link copied!