পর পর দুটি দুঃসংবাদ দিলেন `মি. ডিপেন্ডেবল`খ্যাত উইকেটকিপার কাম ব্যাটার মুশফিকুর রহিম। আরব আমিরাতে চলমান আফগান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বা হাতের তর্জুনিতে আঘাত পান। ঐ ম্যাচেই তার সাতে ব্যাটিং করতে নামায় অনেকেরই কিছুটা সন্দেহ হয়। এখন সেই সন্দেহ বাস্তবে রূপ নেয়। তার তিনি হাতে ব্যাথা পাওয়ার কারণেই দেরিতে ব্যাট করতে নামেন। পরে জানা যায়, মুশফিক আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ওয়ানডে খেলতে পারবেন না। এবার আরও এক খারাপ সংবাদ দিলেন মুশফিক। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে জানানো হয়, `মুশফিক টেস্ট সিরিজে খেলবেღন না, এটা নিশ্চিত। তবে সফরে ওয়ানডে সিরিজে খেলবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ, প্রথম ওয়ানতে ৮ 🐼ডিসেম্বর। হাতে এখনো এক মাস সময় বাকি।` ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর। পূর্নাঙ্গ সফরটিতে বাংলা ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।