• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাবেক শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৯:১৪ পিএম
সাবেক শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে জাহাঙ্গীর আলম নামের এক সাবেক শিক্ষকের বাড়ি থেকে🍌 খাদ্যবান্ধব𒆙 কর্মসূচির ১৮৩ বস্তা চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। 

শুক্রবা🐻র (৮ নভেম্বর) ভোরে উপজেলার বেড়িপোটল গ্রামে ওই শিক্ষকের বাড়ির একটি গুদাম🎃 থেকে এসব চাল উদ্ধার করা হয়। 

জাহাঙ্গীর আলম 𝓡উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক।

কাজীপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বেড়িপোটলে ওই শিক্ষকের বাড়িত♏ে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করে।”

কাজীপুর উপজেলা নির্ব🅺াহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বস্তা পরিবর্তন করে নাজিরশাইলের বস্তায় রাখা হয়েছিল। আপাতত শিক্ষকের ওই গুদাম ও চালের বস্তাগুলো সিলগালা করা হয়েছে। পরে খাদ্যগুদামে হস্তান্তর করা হবে।”

সাবরিন আক্তার আরও বলেন, “ওই ♛শিক্ষক জানিয়েছেন, রিপন শেখ নামের এক স্থানীয় চাল ব্যবসায়ী তার গুদাম ঘ𒁏র ভাড়া নিয়ে চাল রেখেছেন।”

এ বিষয়ে সা🌃বেক শি𒉰ক্ষক জাহাঙ্গীর আলম ও চাল ব্যবসায়ী রিপন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Link copied!