• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৫ মাসেই গ্রিসের অধ্যায় শেষ মার্সেলোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৫:২৪ পিএম
৫ মাসেই গ্রিসের অধ্যায় শেষ মার্সেলোর

সাবেক রিয়াল মাদ্রিদ🍌 তারকা প্যারিস ছেড়ে পাড়ি দিয়েছিলেন গ্রিসে। কিন্তু মাত্র ৫ মাসেই চুকিয়ে ফেলেছেন অলিম্পিয়াকোসের অধ্যায়।

মার্সেলোর অবস্থান প্ꦐরত্যাশার চেয়ে অনেক কম। ব্রাজিলিয়ান লেফট-ব্যাক তার চুক্তি বাতিল করেছে, যার মানে গ্রিসে মাত্র পাঁচ মাস স্থায়ী হয়েছে তার অবস্থান।

গ্রিক মিডিয়ার মতে, সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে অন্য ক্লাব থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও তার সম্ভাব্য নতুন গন্তব্য প্রকাশ করা হয়নি। অলিম্পিয়াকোসকে ফুটবলার চলে যꦜাওয়ার ইচ্ছার কথা জানান। ক্লাবও বাধ♈া দেয়নি।

মার্সেলো গত গ্রীষ্মে গ্রিসে এসেছিলেন। তবে তার এই আসা সুখের হয়নি। কারণ তিনি তার নতুন ক্লাবের হয়ে মাত্র পাঁচটি লিগ ম্য🍎াচে উপস্থিত ছিলেন , সবকটি বিকল্প হিসেবে । গ্রিক কাপের রাউন্ড অফ ষোলো-এ অ্যাট্রোমিটোসের বিপক্ষ🎉ে দুটি ম্যাচে তিনটি গোল করেছিলেন।

ক্লাব ছাড়ার খবর ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান মার্সেলো। তিনি ক্লাব ও সংশ্লিষ্ট সবাইকে তাকে সহযোগি🐎তা করার জন্য ধন্যবাদ জানান।

অলিম্পিয়াকোস সুপার লিগে গ্রিসে তৃতীয় স্থানে রয়েছে। প্যানাথিনাইকোসের থেকে পা൲ঁচ পয়েন্ট পিছিয়ে আ༺ছে তারা।

 

Link copied!