এস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান পাকাপোক্ত করেছে লিভারপুল।&nbs🥃p;
শনিবার রাতে এক ম্যাচে লিভারপুল দারুণ খেলে জয় ছিনিয়ে নেয়। দলের পক্ষে উরুগুয়ের তারকা নুনেজ ২০ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৮৪ মিনিটে লিভারপুলের মুশরীয় তারকা মোহাম্মদ সালাহ আরও একটি গ😼োল করলে জয় নিশ্চিত হয় লিভারপুলের।&nbღsp;
এটা ছিল সালাহ’র চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দশম গোল।&nbඣsp;
এদিকে, দিনের অপর এক ম্যাচে ম্যানচেস্টার সিটি ১-২ গোলে ব্রাইটনের কাছে হেরে যায়। ম্যানসিটি এই ম্যাচ জিতলে এবং লিভারপুল হেরেꦍ গেলে পেপ গার্দিওলার দল শীর্ষ স্থানে চলে যেত। কিন্তু দুই ঘটনার কোনোটিই ঘটেনি।
লিভারপুল ১১ ম্যাচে ২৮🐻 পয়েন্ট পেয়েছে। ✤ম্যামসিটি পেয়েছে ২৩ পয়েন্ট। নটিংহ্যাম ফরেস্ট ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।