স্পেনের শীর্ষ ফুটবল আসর লা লিগার শিরোপা আগেই চলে গেছে রিয়াল মাদ্রিদের ঘরে। যে🅘 কারণে বার্সেলোনার সামনে সুযোগ ছিল শুধু সেরা দুইয়ে থেকে মৌসুম শেষ করার। সে লক্ষ্যে এক ম্যাচ হাতে রেখেই রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে রায়ো ভায়েকানোকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির🌄 সাবেক ক্লাব বার্সা। এতে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৭ ম্যাচে ৮২। একই দিনে জয় পেয়েছে বার্সার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিরোনাও। ভ্যালেন্সিয়াকে ৩-১ඣ ব্যবধানে হারিয়ে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে জিরোনা।
বার্সা ও জিরোনা- দুই দলেরই আছে একটি ম্যাচ। পরের ম্যাচে বার্সা যদি হেরে যায় আর জিরোনা জয় পায়,꧃ তাহলেও দুইয়ে উঠতে পারবে না জিরোনা। বার্সা হারলে তাদের পয়েন্ট ৮২ থেকে যাবে। আর জিরোনা জিতলেও তাদের পয়েন্ট হবে বার্সা থেকে এক পয়েন্ট কম ৮১।
আর বার্সা থেকে ১২ পয়েন্ট বেশি নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে রিয়াল। আরও আগেই চলতি মৌসুমের🎀 লা ꩵলিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল।
রোববার বার্সার হয়ে মাত্র ৩ মিনিটে গোল করেন রবার্ট লেভানদোভস্কি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ার ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব🎶ার্সা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জোড়া গোল করেন পেদ্রি। ৩ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন তিꦏনি। ৭২ মিনিটে করেন প্রথম গোল। আর ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করে বার্সাকে দাপুটে জয় উপহার দেন তিনি। এতে ৩-০ গোলে জয় 🧸পায় কাতালানের ক্লাবটি।