• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টানা তিন গলফ শিরোপা জিতলেন কোর্দা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৭:৫১ পিএম
টানা তিন গলফ শিরোপা জিতলেন কোর্দা
নেলি কোর্দা । ছবি : সংগৃহীত

অ্যারিজোনায় এল🔯পিজিএ ট্যুর ইভেন্টের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর নারী গলফ তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের নেলি কোর্দা। এটা ছিল তার টানা তৃতীয় এলপিজি🧜এ ট্রফি জয়।  

অসꦓ্ট্রেলিয়ান রকি হিরা নাভি🌱দ রানারআপ হন। লেক্সি থম্পসন তৃতীয় স্থান অধিকার করেন। 

শিরোপা জেতার পর কোর্দা বলেন, ‘আমি জানতাম আমাকে কম শট নিতে  হবে। সবমিলে আমি এক সপ্ꦛতাহ দারুণ সময় কাটালাম।’ 

তিনি বলেন, একটি শিরোপা🏅 জয়ের পর একই সপ্তাহে ১০০ শতাংশ ফিট থাকা কঠিন। আর টানা তিনটি টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা জয় করা তো স্বপ্নের মতো।’

কোর্দা জানুয়ারিতে এলপিজিএ ড্রাইভ অন চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তারপর ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহের সেরি পাক চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এরপরই অ্যারিꦯজোনার আসরে অংশ নেন। অ্যারিজোনায় কোর্দা জিতলেন তার ক্যারিয়ারের ১১তম ট্যুর শিরোপা।

২০১৮ সালে থাইল্যান্ডের আরিয়া জুতানুগার্নের পর টানা তিনটি এলপিজিএ ট্যুর ইভেন্ট জেতা প্রথম খেলোয়াড় কোর্দা। তবে যুক্তরাষ্ট্রের ন্যান্সি লোপেজ (১৯৭৮) এবং সুইডেনের অ্যানিকা সোরেনস্টাম (২০০৪-০৫) টানা পাঁচটি শিরোপা জিতে অনন্য এক রেকর্ড গড়েছেন।
 

Link copied!