• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সহজ জয়ে ফেডারেশন কাপের সেমিতে আবাহনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৮:০৩ পিএম
সহজ জয়ে ফেডারেশন কাপের সেমিতে আবাহনী
ফর্টিস এফসির বিপক্ষে গোল করে উল্লাস আবাহনীর খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত

দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডানের মধ্যে আরেকটি দুর্দান্ত ফাইনালের সম্ভাবনা টিকে রইলো। কারণ, চতু𝔍র্থ দল𓆏 হিসেবে আবাহনী ফেডারেশন কাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে।

মঙ্গলবার ফর্টিস এফসিকে কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে﷽ হা🦩রিয়ে দেয় আবাহনী।

প্রথম দল হিসেবে মোহামেডান আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এরপর বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব নাম লেখা෴য় শেষ চারে।

রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় তিন বিদেশির তিন গোলে হেসেখেলে ম্যাচ জিতেছে আবাহনী। নবম মিনিটেই এগিয়ে যায় আবাহনীর। বাম দিক দিয়ে ঢুকে বক্সে বল ফেলেন ব্রাজিলিয়ান𝓀 ওয়াশিংটন। বল পেয়ে কোনো ভুল করেননি গ্রানাডিয়ান স্টুয়ার্ট কর্নেলিয়াস।

প্রথম গোল💟ের যোগানদাতা ওয়াশিংটন ব্যবধান দ্বিগুণ করেন বিরতির বাঁশি বাজার একটু আগে। আগেরবার বল নিয়ে ঢুকে সতীর্থতে দিয়ে গোল করালেও এবা🉐র নিজেই লক্ষ্যভেদ করেন। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আবাহনী।

৭৯ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ গোল করলে আবাহনীর ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। তবে শেষ দিকে ফর্টিস একটি গোল করে ব্যবধান কমানোর সান্তꦬনা নিয়েই ফেডারেশন কাপ থেকে বিদায় নেয়। ফর্টিসের গোলটি করেছেন সাজেদ হাসান নিঝুম।

ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন আবাহনীর ওয়াশিংটন।

৭ মে প্রথম সেমিফাইনালে মোহামেডান খেলবে পুলি🍷শ ফুটবল ক্লাবের বিপক্ষে। ১৪ মে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও বসুনাধরা কিংস। ফাইনাল দিয়ে এবারের ফেডারেশন কাপ শেষ হবে ২🐠১ মে।

 

 

Link copied!