চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসরের গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। সুপার এইটে উঠেছে আটটি দল। এই পর্ব শুরু হবে বুধবার রাতে। এত বড় আসরে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটতেই পারে। এরই মꦿধ্যেই অনৈতিক কাজের একটি ইঙ্গিতও পেয়ে গেছে আইসিসি।
প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদন অনুসারে, ঘটনাটি গ্রুপ পর্বে গায়ানায় হওয়া একটি ম্যাচ চলাকালীন সময়ের। সেই ম্যাচে কেনিয়ার সাবেক এক পেসার কয়েকটি ভিন্ন মোবাইল নম্বর থেকে উগান্ডার জাতীয় দলের এক ক্রিকেটারের কাꩲছে বার্তা প্রেরণের চেষ্টা করেন। তবে এর সঙ্গে জড়িত কারো নাম প্রকাশ করেনি আইসিসি।
নিজস্ব সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, ‘এটি আশ্চর্যের কিছু নয় যে, এই ব্যক্তি উগান্ডার জাতীয় দলের একজন খেলোয়াড়কেღ লক্ষ্য করে এটি করেছে। বড় দলের তুলনায♍় সহযোগী দেশগুলো দুর্নীতির জন্য সহজ লক্ষ্যবস্তু। কিন্তু এই ক্ষেত্রে যে খেলোয়াড়ের সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি নিজেই আইসিসিকে খুব তাড়াতাড়ি বিষয়টি জানিয়ে সঠিক কাজটি করেছেন।’
ঘটনাটি আইসিসির কাছে প্রকাশ করেন উগান্ডার ওই ক্🐬রিকেটার। বিষয়টি জানার পর অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করছেꦜ নিয়ন্ত্রক সংস্থাটি। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে তারা। একই সঙ্গে উগান্ডার মতো আরও যেসব সহযোগী সদস্য আছে তাদের সতর্কবার্তা দিয়েছে আইসিসি।
আইসিসির নিয়মে বলা আছে, কোনো ক্রিকেটার যদি ম্যাচᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ফিক্সিংয়ের কোনো অফার পেয়ে থাকে এবং তিনি যদি তা প্রকাশ করতে ব্যর্থ হন বা ইচ্ছেকৃতভাবে গোপন করেন এবং পরে কোনোভাবে বিষয়টি সম্পর্কে আইসিসি অবগত হয়, তাহলে ওই ক্রিকেটারকে সংস্থাটির বিধিতে উল্লেখিত শাস্তি পেতে হবে।