দারুণ নৈপূণ্য প্রদর্শন করে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। শেষ ম্যাচে শাইনপুকুরকেও হারিয়েছে তারা। জয় দিয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছে রানার্স আপ মোহামেডানও। লো-✨স্কোরিং ম্যাচে গাজী গ্রুপক♕ে ৫৩ রানে হারিয়েছে সাদা কালোরা।
আকাশী নীলদের হাতে 🐷ট্রফি তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুꦍল হাসান পাপন।
আরেক ম্যাচে রেজাউর রহমান রাজার ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়া বোলিংয়ে সাকিবের শেখ জামালকে ১৯৯ রানে হারিয়ে🏅ছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক।
এই টুর্নামেন্টে ক্রিকেটারদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে মোট ৪০ লাখ ৪০ হাজার টাকা। এই প্রাইজমানির মধ্যে ব্যক্তিগত সফলতার জন্য বরাদ্দ ছিলো ১৭ লাখ ৬০ হাজার টাকা। আর দলগত প্রাইজমা🐬নি দেওয়া হয়েছে ২২ লক্ষ ৮০ হাজার টাকা। চ্যাম্পিয়ন আবাহনী পেয়েছে ১২ লাখ টাকা। রানার্সআপ ꩵহওয়া মোহামেডান পেয়েছে ১০ লাখ ৮০ হাজার টাকা।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়া শেখ জ🍌ামালের সাইফ পেয়েছেন আড়াই লাখ ♌টাকা। সমপরিমাণ অর্থ পেয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারীও। ৮৪ ম্যাচে সব মিলিয়ে ম্যাচসেরারা পেয়েছেন ১২ লাখ ৬০ হাজার টাকা।