মাত্র ২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন স্পেনের ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান আসজাদ বাট। টি-১০ লিগে কাতালুনিয়া ড্রাগন্স বনাম সোহাল হসপিটালেট ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। সব মিলিয়ে ২৭ ♈বলে ১২৮ রান করে দলকে একা ম্যাচ জিতিয়েছেন আসজাদ।
১০ ওভারে আসজাদের দল সোহাল হসপিটালেটের দ𒀰রকার ছিল ১৫৬ রান, যা মাত্র ৫.৩ ওভারেই তুলে নেয় তারা। যেখানে পুরো অবদানই ছিল আসজাদের। ২১ বলে সেঞ্চুরি করে এই লিগে আগের গড়া শের আলীর রেকর্ড ভেঙেছেন তিনি। মার্সটা সিসি-র হয়ে খেলা শের আলী ২৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
আসজাদ বাট ২৭ বল মোকাবিলা করেছেন। যেখানে ছিল ১৮টি ছক্কা এবং ৪টি চারের মার। আসজাদের স্টꦯ্রাইক রꦕেট ছিল ৪৭৪।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার কিংবদন্𒆙তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। তিনি ৩১ বলে শতরান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ওয়েস্ট ইন্ড🤪িজের বিপক্ষে ওয়ানডেতে এই রেকর্ড গড়েছিলেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক নেপালের কুশল মল্লা। ৩৪ বলে শতক করেছিলেন তিনি। টেস্টে দ্রুততম শতরানটি করেছিলেন ন✃িউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের। কিউই এই ব্যাটার ৫৪ বলে শতরান করেছ🍷িলেন।