চলমান উইম্বলডন টেনিস আসরে জয় পেয়েছেন স্পেনের আলকারাজ ও যুক্তরাষ্ট্রের কোকো গফ। বর্তমান চ্যাম্পিয়ন আলকারাজ ৭-৬, ৬-২ ও ৬-২ সেটে অস্ট্রেলিয়ার ভুকিচকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। পুরুষ এককে জিতেছেন মেদভেদেভও। নারী এককে দ্বিতীয় বাছাই গফ ৬-২ ও ৬-১ সেটের সহজ জয় পেয়েছেন রুমানিয়ার তোদনির বিপক্ষে। মাত্র ৬৬ মিনিটে জয় পান গফ। অবশ্য বৃষ্টির কারণে ম্যাচটি দুই ঘণ্টা পর শুরু হয়। বছরের তৃতীয় গ্রান্ড স্লাম এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বৃটেনের এন্ডি মারে ও স্পেনের রাফায়েল নাদাল। ফলে পুরুষদের বিভাগে জোকোভিচ ও আলকꦿারাজের মধ্যেই হয়তো শিরোপা লড়াই হতে পারে।