• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অলস মিরপুরে প্রাণ ফেরাচ্ছেন মেয়েরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৬:১৬ পিএম
অলস মিরপুরে প্রাণ ফেরাচ্ছেন মেয়েরা
ছবি: সৌরভ কুমার দাস

জাতীয় দল বিশ্ব🧜কাপ খেলতে অস্ট্রেলিয়ায়, ‘এ’ দল তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে সিরিজ খেলতে ভারত। জ💦াতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচও নেই মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফলে হোম অফ ক্রিকেটে স্বাভাবিক চিত্রের দেখা মেলেনি বুধবার (২৬ অক্টোবর)।

ক্রিকেটারদের আনাগোনা কম থাকা সংবাদ কর্মীদের সংখ্যাও ছিল হাতে গোনা। যারা এসেছিলেন তাদেরও কাটাতে হয়েছে অলস সময়। এর মধ্যে অবশ্য জ🔴াতীয় নারী ক্রিকেট দলের আসন্ন ক্যাম্পের জন্য রিপোর্টিং করার কথা ছিল সকাল ১১টায়।

তবে༺ প্রায় আড়াই ঘণ্টা দেরিতে নারী দলের বাস শেরে-ই-বাংলায় ঢুকেছে দুপুর দেড়টার দিকে। স্টেডিয়ামে আসলেও মাঠে ঢোকেননি কেউ। সরাসরি একাডেমি ভবনে রিপোর্ট করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যই মাঠ ছাড়েন তারা।

নারী ক্রিকেটারদের ক্যাম্প শুরু হলেও তার সূচি এখনো প্রকাশ করেনি বিসিবি। তবে বোর্ডের নারী ক্রিকেট কমিটির প্রধান শফিউল ইসলাম চৌধুরি নাদেল  সংবাদ প্রকাশকে বলেছেন, নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগ পর♏্যন্ত ক্যাম্প করবেন জ্যোতি-সালমারা।

তবে জা🥀তীয় দলের হেড কোচ হিসেবে ক্যাম্পে থাকছেন না ইমন মাহমুদ। তার জায়গায় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার হাসান তিলকারত্নেকে মেয়েদের হেড কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন তিনি।

অন্যদিকে সাধারণত এ🐼কাডেমি মাঠের ভিড় থেকে জাতীয় দল ও ‘এ’ দলের ক্রিকেটারদের। তাদের কেউই না থাকা🉐য় আজ অনুর্ধ ১৫ জাতীয় দল অনুশীলন ম্যাচ খেলেছে নিজেদের মধ্য।

তারা মাঠ ছাড়ার প🐟র নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার মুনিম শাহরিয়ার। এক পেসার ও বেশ কয়েকজন স্পিনারের বি💫পক্ষে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে দেখে গেছে তাকে।

আক্রমণাত্মক মেজ🎐াজে ব্যাটিং করা মুনিমের বেশ কয়েকটি ছয় উড়ে এসে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারের আশেপাশে। এর আগে অবশ্য বেশ কিছু সময় রানিং করেছেন তিনি। একাডেমির মাঠের টেন্টে বসে মুনিমের ব্যাটিং দেখেছেন বিসিবি লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল, বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজান।

Link copied!