উয়েফা নেশন্স লিগ ফুটবলের এক ম্যাচে অংশ নিতে বসনিয়া সফরে যায়। ইউরোপের দুর্বল দল বসনিয়ার বিপক্ষে ঠিকই জয় পেয়েছে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু জিততে কঠিন লড়াই করতে হয় জার্মানিকে। ২-১ গোলে জিতে স্বস্তিতে মাঠ ছাড়ে তারা। ম্যাচের শুরু থেকে আক্রমণ করে খেলে জা🤡র্মানি। ৩০ মিনিটের সময় প্রথম গোল করেন জার্মানির ডেনিস উন্ডাভ। ৩৬ মিনিটের মাথায় উন্ডাভ নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন। এরপর উন্ডাভ ৫৮ মিনিটের সময় তৃতীয় গোল করে হ্যাটট্টিকের আনন্দে মেতে উঠলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ১০ মিনিট পর জার্মানির আরও একটি গোল একই কারণে বাতিল করেন রেফারি। ৭০ মিনিটে জোকোর গোলে ব্যবধান কমায় বসনিয়া। এরপর বসনিয়া সমতা আনার জন্য আপ্রাণ চেষ্টা করে। ফলে রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত টেনশনে থাকღতে হয় সফরকারী দলকে।