• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চ্যাম্পিয়ন্স লিগ খেলতে দেশ ছাড়লেন সাবিনাসহ চার ফুটবলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৬:৫০ পিএম
চ্যাম্পিয়ন্স লিগ খেলতে দেশ ছাড়লেন সাবিনাসহ চার ফুটবলার
বিমানবন্দরে সাবিনা ও মারিয়ারা। ছবি : সংগৃহীত

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে প্রথমবার মাঠে গড়াতে যাচ্ছে নারী চ্যাম্পিয়ন্স ল♌িগ। প্র🔯থম আসরে জায়গা পায়নি কোনো বাংলাদেশি ক্লাব।

তারপরও টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সাবিনা খাতুন, মারিয়𝓡া মান্ডা, মনিকা চ🌊াকমা ও ঋতুপর্ণা চাকমা। ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে সোমবার বিমানে করে দেশ ছাড়েন তারা।

১০ থেকে ৩১ আগস্ট-এই তিন সপ্তাহের জন্য সাবিনাদের সঙ্গে চুক্তি করেছে ভুটানের ক্লাবটি। ভুটানে🤪র এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপপর্বের দুই ম্যাচ ২৫ ও ২৮ আগস্ট।&nbsꦡp;

ভুটানের ক্লাবটি বাংলাদেশের চার ফুটব🗹লারক♔ে চাওয়ার পর প্রথমে ছাড়পত্র দিতে চায়নি বাফুফে। কারণ অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। তবে বাংলাদেশের মেয়েদের নতুন অভিজ্ঞতা হবে, সে চিন্তা থেকেই পরে অনুমতি দেওয়া হয়েছে। 

দক্ষিণ এশিয়ার সেরা দল হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো ক্লাব নেই প্রথম এএফসি ওমেন🐲্স চ্যাম্পিয়ন্স লিগে। এটা যেমন বড় একটা আক্ষেপ, ঠিক তেমনি চার ফুটবলারের খেলার সুযোগ পাওয়াটাও নারী ফুটবলের জন্য বড় সুসংবাদ।

 

 

 

Link copied!