নারী সাফ চ🦄্যাম্পিয়নশীপ খেলতে সকাল ১০টায় কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ঘণ্টা দেড়🐭েকের মধ্যেই নেপালের কাঠমান্ডুতে পৌঁছান সাবিনারা।
২৩ সদস্যের সাফ স্কোয়াডের 𒈔মধ্যে চার জন ছিলেন এইচএসসি পরীক্ষার্থী। চার জনের মধ্যে আফিদা খন্দকার (৪.৩) ও শাহেদা আক্তার রিপা পাশ করেছেন। দুই তারকা ফুটবলার তহুরা খাতুন ( ২ বিষয়) ও শামসুন্নাহার জুনিয়র এক বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার সকালে এ꧑ইচএসসি পরীক্ষ🍬ার ফলাফল প্রকাশ হয়েছে। যখন ফলাফল প্রকাশ হয় তখন নারী দল ঢাকা থেকে কাঠমান্ডুর ফ্লাইটে। কাঠমান্ডু নামার কিছুক্ষণ পরেই ফলাফল জানতে পারেন নারী ফুটবলাররা।
কাঠমান্ডু নামার পরপরই বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানায় নেপাল ফুটবল এসোসিয়েশন। বাংলাদেশ কন্টিনজেন্টের সবার গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের ফুটবলাররা সেই উত্তরীয় গায়ে জড়িয়ে ফটোসেশন করে। নেপালের আবহাওয়া বেশ 🐎স্বাভাবিক রয়েছে। নেপালে প্রথম দিন বাংলাদেশ দল মাঠে অনুশীলন করবে না। হোটেলেই সাঁতার কেটে সময় কাটান তারা।
১৭ অক্টোবর শুরু সাফ আসর। বাংলাদেশের প্রথম খেলা ২০ অক্টোবর পাকিস্তানের 🧸বিপক্ষে। এরপর ২৩ অক্টোবর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। ত꧙ারা এবার শিরোপা ধরে রাখতে চায়।