• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিস অলিম্পিক

পাঁচ বা তার বেশি পদক জিতেছেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৩:১৮ পিএম
পাঁচ বা তার বেশি পদক জিতেছেন যারা
চীনের ঝ্যাঙ ইউফেই একাই জিতেছেন ছয়টি পদক। ছবি : সংগৃহীত

প্যারিস অলিম্পিকের পর্দা নেমেছে 💛১১ আগস্ট। আসরে পাঁচ বা তার বে💫শি পদক জিতেছেন মাত্র ছয়জন।

ঝ্যাঙ ইউফেই: চীনের এই সা✨ঁতারু জিতেছেন পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রৌপ্য। মিক্সড ৪*১০০ মিটার মেডলি রিলেতে তিনি রৌপ্য জেতেন। ৫০ মিটার ফ্রিস্টাইল, ১০০ মি🌃টার এবং ২০০ মিটার বাটারফ্লাই, ৪*১০০ ফ্রিস্টাইল রিলেতে জিতেছেন ব্রোঞ্জ।

লিওঁ মারশাঁ: ফরাসি এই সাঁতারু জিতেছেন চারটি সোনার পদক ও এক𓆏টি ব্রোঞ্জ। তিনি ২০০ মিটার বাটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোক, মেডলি ডাবল এবং ৪০০ মিটার মেডলি ডাবলে সোনা জিতেছেন। ৪*১০০ মিটার মেডলি রিলেতে এই সাঁতারু ব্রোঞ্জ পেয়েছেন।

টোরি হাসকে: যুক্তরাষ্ট্রের সাঁতারু টোরিও পাঁচটি পদক পেয়েছেন। যার মধ্যে রয়েছে তিনটি সোনা এবং দুটি রৌপ্য। ৪*১০০ মিটার মিক্সড মেডলি রিলেতে র꧑েকর্ড গড়ে সোনা জেতেন। ৪*১০০ মিটার মেডলি রিলে ও ১০০ মিটা🎐র বাটারফ্লাইতে সোনা জেতেন তিনি। প্যারিস গেমসের ইতিহাসে সবচেয়ে সফল নারী সাঁতারু তিনি।

মলি ও‘কালাঘান: অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে সফল সাঁতারু তিনি। পাঁচটি পদক তিনি জিতেছেন তিনি। যার মধ্যে রয়েছে তিনটি সোনা, ১টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ। মেয়েদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলে, ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলে,🌄 মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা জিতেছেন তিনি।

রেগান স্মিথ: দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন স্মিথ জিতেছেন পাঁচটি পদক। যা🌞র মধ্যে রয়েছে দুটি সোনা এবং তিনটি রৌপ্য। মেয়েদের ৪*𝄹১০০ মিটার মেডলি রিলে ও ৪*১০০ মিটার মিক্সড রিলেতে সোনা জিতেছেন।

কাইলি ম্যাকনিওন: অস্ট্রেলিয়ার🔯 প্রথম অ্যাথলেট হিসেবে সব অলিম্পিক গেমসে চারটি সোনা জিতেছেন তিনি। এবার দুটি সোনা, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ অর্থাৎ মোট পাঁচটি পদক পেয়েছেন তিনি। ২৩ বছর বয়সী মেয়েদের বিভাগে ১০০ এবং ২০০ মিটার বিভাগে ব্যাকস্ট্র꧒োকে সোনা জেতেন।  

Link copied!