অলিম্পিক ইতিহাসে একজন মাত্র খেলোয়াড় পুরুষ ও নারী উভয় বিভাগেই পদক পেয়েছেন। তিনি ব্রিটেনের হেনরি ফিল্ডম্যꩲান।
২০২১ সালে টোকিও আসরে পুরু🧜ষ বিভাগে রোয়িংয়ে পদক জিতেছিলেন।🦹 এবার প্যারিস অলিম্পিকে জিতলেন নারী বিভাগে।
রোয়িংয়ের নিয়ম অনুযায়ী নারী দলের সঙ্গে থাকতে পারেন একজন পুরুষ কক্স। আবার নারীদের সঙ্গে কক্স হিসেবে একজন নার🦋ীও থাকতে পারেন। কক্সের কাজ হলো সহায়কের দায়িত্ব প👍ালন করা। বোটের অভিমুখ ঠিক করেন কক্স। অনেকটা অধিনায়কের কাজ করেন তিনি।
টোকিও ও প্যারিস আসরে ব্রোঞ্জ পদক জিতেছে ব্রিটেন। সেই সঙ্গে ইতিহাস গড়েন দেশটির খ্যাতিমাম কক্স ফিল্ডম্যা💖ন।