ব্রিটেনের এক নম্বর নারী টেনিস তারকা কেটি বোল্টার সিনসিনাটি 🃏ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। ম্য🥀াগদা লিনেটের কাছে তিনি ৬-২, ০-৬ ও ৫-৭ সেটে পরাজিত হন। ম্যাচের এক পর্যায়ে টানা নয়টি গেম হেরে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে।
বোল্টার প্রথম সেটে লিনেটের বিপক্ষে দারুণ খেলে জিতে যান। কিন্তু বিশ্বের ৪৩ নম্বর খেলোয়াড় পোল্যান্ডের লিনেট পরবর্তীতে উল্টো ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন। 💝
লিনেট দ্বিতীয় সেটে এমনই আধিপত্য বিস্তার করে যে, বোল্টার কোন 🐟সুযোগই পাননি। মাত্র ২৫ মিনিটেই ব্রি꧅টিশ প্রতিপক্ষকে হারিয়ে দেন।
তৃতীয় সেটটি ছিল দারুণ প্রতিদ্বন্দ🐻্বিতাপূর্ণ। শুরুতে লিনেট এগিয়ে যা🎀ন ৩-০ গেমে।
কিন্তু বিশ্বের ৩০ নম্বর খেলোয়াড় বোল্টার অসাধারণ খেলে সেটটিতে ৪-৪ গেমে সমতা আনেন এবং লড়াইয়ে ফেরেন। যদিও পরবর্তীতে খেই হারিয়ে ফেলেন বোল্টার। শেষ পর্যন্ত লিনেট সেট জিতে ম্যাচ নিজের করে নেন। লিনেট দ্বিতীয় রাউন্ডে খেলবেন ওয়াং জিনিউ অথবা লিউডমিলা স্যামসোনো🐽ভার বিপক্ষে।