মালদ্বীপের বিপক্ষে তারিক কাজীর দারুণ গোলেই বাংলাদেশ লিড পায়। এরপরই আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে। এই ম্যাচেই ২০ বছর পর দ্বীপ রাষ্ট্রটিকে হারানোর স্বাদ পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
সাফ চ্যাম্পিয়নশিপে এমন জয়ের পরও বিশ্রাম পায়নি জামাল ভূঁইয়ার দল। সোমবার (২৬ জুন) দুপুর ২টায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। প🅰ুরো দলকে নিয়েই অনুশীলন করেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে অনুশীলনে ছিলেন না তারিক কাজী। গতকালের ইনজুরির কারণে বিশ্রামে রক্ষণভাগের এই খেলোয়াড়। এজন্য অনুশীনে না এসে হোটেলেই ছিলেন তারিক।
লেবানন ও মালদ্বীপের সঙ্গে হারা ভুটানকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তারিক কাজী খেলতে পারবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বলেন, গতকাল তারিকের এক্সরে করানো হয়েছে। এখনও তার বিষয়ে চিকিৎসকরা মন্তব্🌞য করেননি। আজ আরেকবার এক্সরে হতে পারে। এরপর হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
তারিক কাজী ভুটানের বিপক্ষে খেলতে পারবেন কিনা তা জানার জন্য ২৪ ঘন্টা অপেক্ষা 𓂃করতে হবে। এর আগে কোচ জানিয়েছিলেন, তারিক ফিট না হলে অন্য কেউ খেলবে।