আফগানিস্তানের কাছে ৯২ রানের হারের প্রতিশোধ বাংলাদেশ নিয়েছে ৬৮ রানের জয় দিয়ে। শনিবার রাতে আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে চল𒀰তি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৭ উইকেটে ২৫২ রানের জবাবে স্বাগতিক আফগানরা ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরি এবং সৌম্য সরকার ও জাকের আলির ব্যাটিং নৈপূন্যে বাংলাদেশ লড়াকু স্কোর গড়ে। শান্ত ১১৯ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৭৬ রান করেন। সৌম্য ৪৯ বলে ৩৫ রান করেন। জাকের আলি ২৭ বলে অপরাজিত ৩৭ রান করেন। এছাড়া, তানজিদ তা🔴মিম ২২, মেহেদি হাসান মিরাজ ২২, নাসুম আহমেদ ২৫ রান করেন।
আফগানিস্তানের খারট ৩টি এবং রশিদ 🧸খান ও ঘজনফার ২টি করে উইকেট লাভ করেন।
আফগানিস্তানের ইনিংসে রহমত শাহ ৫২, সাদেকুল্লাহ অটল ৩৯𓃲, গুলবদিন নাইব ২৬, নবি ১৭ রান করেন।&n🌜bsp;
বাংলাদেশের নাস🙈ুম ৩টি এবং ♔মোস্তাফিজুর রহমান ও মিরাজ ২টি করে উইকেট পান।
শান্ত ম্যাচসেরা হন।
সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐ🐈 ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ লাভ করবে।