ওয়ানডে সিরিজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-২ বไ্যবধানে হে♛রে গেলেও টি-টোয়েন্টিতে আরেক ইংল্যান্ডকে দেখা যাচ্ছে। টানা দুই ম্যাচ জিতেছে সফরকারী ইংল্যান্ড।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্𓄧যাচে ফিল সল্ট ঝড় তুলেছিলেন। এই ম্যা🅘চে ঝড় তুললেন অধিনায়ক জস বাটলার।
ম𝐆্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৮ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করে ইংল্যান্ড। সফরকারী দল জয় পায় ৭ উইকেটে।
ꦑওয়েস্ট ইন্ডিজ দলের রোভম্যান পাওয়েল ৪৩ ও শেফার্ড ২২ রান করেন।
ইংল্যান্ডের সাকিব মাহমুদ, লিভিংস্টোন ও মুসলে ২টি করে উ🎀ইকেট পান। সাকিব মাত্র ২০ রান দিয়ে উইকেট দুটি নিয়ে বড় ভূমিকা রাখেন।
ইংল্যান্ডের বাটলার ৮৩ রান করেন।
১৫, ১৭ ও ১✅🦩৮ নভেম্বর সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রস আইলেটে।