অ্যাশেজ সিরিজের আসন্ন লর্ডস টেস্টের আগেই নিজেদের সেরা একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি ইনজুড়িতে 🅺পড়া অলরাউন্ডার মইন আলির। বুধবার (২৮ জুন) বিকাল ৪টায় লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় এই ম্যাচটি।
ইসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ইংল্যান্ড দলে বোলিং অলরাউন্ডার মঈনের জায়গায় নতুন করে সুযোগ পেয়েছেন জশ টাঙ। সিরিজের প্𒊎রথম টেস্টে নাটকীয়তায় এজবাস্টনে হার দ🐷েখে ইংল্যান্ড। যে কারণে অজি ব্যাটারদের বিপক্ষে লর্ডস টেস্টে চার পেসার নিয়ে খেলবে ইংল্যান্ড। তাই অ্যাশেজে অভিষেক হতে চলছে জশ টাঙের।
দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ :
বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, জশ টাঙ, জিমি অ্যান্ডারসন।