• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ম্যানচেস্টারে হারলেই সিরিজ জয়ের স্বপ্ন শেষ ইংলিশদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ১২:২২ পিএম
ম্যানচেস্টারে হারলেই সিরিজ জয়ের স্বপ্ন শেষ ইংলিশদের

অ্যাশেজের চতুর্থ ꦕটেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়🦩া। বুধবার (১৯ জুলাই)বাংলাদেশ সময় বিকেল ৪টায় ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু হবে।

সিরিজে এরই মধ্যে পিছিয়ে আছে ইংল্যান্ড। সিরিজের ২-১ ব🍎্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ফলে এই টেস্ট ইংল্যান্ডের জন্য ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। তারা ম্যাচ জিততে না পারলেই সিরিজ জয় থেকে ছিটকে যাবে।

তবে ম্যাচ ড্র করলেও তাদের সুযোগ থাকবে সিরিজ টিকে থাকার। ইংলিশরা ঘরের মাঠে গত ২২ বছরে অ্যাশেজ হারেনি। এবার ইতিহাস বদলানোর সুযোগ এসেছে কামিন্সদের 🐼সামনে। অস্ট্রেলিয়া ম্যানচেস্টারে জিততে পারলেই এক ম্যা༒চ হাতে রেখে এবারের অ্যাশেজ নিজেদের করে নিতে পারবে তারা।

অস্ট্রেলিয়া দুইটি পরিবর্তন নিয়ে ওল্ড ট্রাফোর্ডে নামবে। স্কট বোল্যান্ড ও টড মার্ফির বদলে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন ক্যামেরন🌊 গ্রিন ও জশ হ্যাজলউড।

তৃতীয় টেস্টে ব্যর্থ ওয়ার্নার এ যাত্রায় একাদশে টিকে গিয়েছেন। তৃতীয় টেস্টে দুই ইনিংসে ৫ রান করেন ওয়ার্নার। সেই দুই ইনিংসে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন। তার ব্যাপারে কামিন্স বলেন, “ওয়ার্নার তৃতীয় টেস্টে মোটেও ভালো করেনি। কিন্তু ম্যানচেস্টার টেস্টের আগে মনে হচ্ছে সে ফর্মে আছে। সে ইংল্যান্ডের মাটি༒তে তিনটি পঞ্চাশোর্ধ্ব ওপেনিং জুটির অংশ। যেটি কিছুটা বিরল ব্যাপার ইংলিশ কন্ডিশনে।”

বাঁচা মরার ম্যাচের আগে একাদশ ঘোষণা করে দিয়েছে থ্রি লায়নসরা। ইংল্যান্ড দলে ফিরেছেন জেমস অ্যান্ডরসন। ওল্ড ট্রাফোর্♎ডে অ্যা💖ন্ডারসনের রেকর্ড বরাবরই ভালো। এ মাঠে ১০ টেস্টে ৩৭ উইকেট নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকটেরক্ষক),প্যাট ඣকামিন্স (অধিনায়ক),মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

ইংল্যান্ড একাদশ : বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো (উইকটেরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুযার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। 
 

Link copied!