• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১৯ বলেই জিতে রেকর্ড ইংল্যান্ডের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ১১:০৭ এএম
১৯ বলেই জিতে রেকর্ড ইংল্যান্ডের
ওমানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ইংল্যান্ড। ছবি: টুইটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার ম🔯িশনে হট ফেবারিট হিসেবেই টুর্নামেন্টে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু গ্রুপ পর্বে জস বাটলারদের প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় ইংলিশদের। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছেও হেরে বসেন বাটলাররা।

অন্যদিকে স্কটল্যান্ড পরের দুটি ম্যাচ জেতায় তিন ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ায় ৫। আবার তিন ম্যাচের সব কটি জিতে আগেই সুপার এইট নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ফলে গไ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। এমন শঙ্কার মেঘ মাথায় নিয়ে ওমানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। ‘দুর্বল’ ওমানকে পেয়ে রীতিমতো জমে থাকা সব রাগ ঝেড়েছে বাটলারের দল।

আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ওমানকে মাত্র ৪৭ রানে অলআউট করেছে ইংল্যান্ড। স্বল্প রান তাড়ায় যা হওয়ার কথা, সেটাই হয়েছে। ওমানের রা🍸ন পেরিয়ে যেতে বাটলারদের লেগেছে মোটে ১৯ বল। ৮ উইকেটের বড় জয়ে সুপার এইটে যাওয়ার আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল ইংল্যান্ড।

বৃহস্পতিবার (১৩ জুন) ১০১ 𒉰বল হাতে রেখে পাওয়া ইংল্যান্ডের জয়টি টি-টোয়েন্টি বিশ্🤡বকাপের ইতিহাসে বলের হিসেবে সর্বোচ্চ ব্যবধানের জয়। আরেক রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল হাতে রেখে জিতেছিল লঙ্কানরা।

এবারের টুর্নামেন্টে ইংলিশদের এটাই প্রথম জয়। সে জয়ে নেট রানরেটটা ভালোমতোই বাড়িয়ে নিয়েছেন বাটলাররা। সুপার এইটের দৌড়ে স্কটিশদের নেট ▨রানরেট ছাড়িয়ে যেতে বৃহস্পতিবার ৫.২ ওভারে জিততে হতো ꧒ইংল্যান্ডকে। কিন্তু বাটলাররা তার আগেই (৩.১ ওভারে) কাজটা সেরে নিয়েছেন।

যদিও ৫ পয়েন্ট নিয়ে তালিকায় এগিয়ে স্কটল্যান্ড, কিন্তু এ জয়ে রানরেটে স্কটিশদের (২.১৬৪) চেয়ে এগিয়ে গেছেন বাটলাররা (৩.০৮১)। গ্রুপ প๊র্বের শেষ ম্যাচে স্কটল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অন্যদিক൩ে নামিবিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

বৃহস্পতিবার স্যার ꧟ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে ইংলিশ বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। পাওয়ার প্লে-র ৬ ওভারে ২৫ রান তুলতেই ৪ উইকেট নেই ওমানের। জফরা আর্চার-মার্ক উডের সামনে রীতিমতো সংগ্রাম করছিলেন ওমান ব্যাটসম্যানরা। ইংলিশ দুই পেসারই নিয়েছেন সমান তিনটি করে উইকেট।

Link copied!