বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার💞 প্রত্যাশা নিয়ে ভারতে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট টিম। তবে প্রܫত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে পারেনি তারা। সাত ম্যাচে ছয়টিতে হেরে এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের।
শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে সেমির আশা একেবারে শেষ হয়ে গেছে জস বাটলারের দলের। শুধু তাই নয়, এই হারে ২০২৫ চ্যাম্পিয়♉নস ট্রফিতে খেলা অনেকটা শঙ্কায় পড়ে গেল ইংল্যান্ডের।
অন্যদিকে সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার সেমির স্বপ্ন আরো উজ্জ্বল ꩲহয়ে গেল।
ম্যাচের শু💖রুতে ব্যাট করতে নে🐽মে ২৮৭ রানের মাঝারি লক্ষ্য দাঁড় করে অস্ট্রেলিয়া৷ জবাবে ব্যাট করতে নেমে ইংলিশদের ইনিংস থামে ২৫৩ রানে।