মাত্র কিছু দিন আগেই শোনা গিয়েছিল, গ্রিসের টেনিস তারকা স্টেফা🍎নোস চিচিপাস এবং তার বান্ধবী স্পেনের টেনিস খেলোয়াড় পাওলা বাডোসার সম্পর্ক ভেঙে গিয়েছে। তারা আর একসঙ্গে নেই। কিন্তু শুক্রবার চিচিপাস জানিয়ে দিলেন যে, তাদের মধ্যে হওয়া সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিচিপাস বলেন, ‘আমরা একসঙ্গে আছি। আমাদে💜র নিয়ে নানা ধরনের গল্প তৈরি হয়েছে, তাই আমি কারণ ব্যাখ্যা করছি। আমি যদিও সে সব নিয়ে ভাবি না। মানুষের আমাদের নিয়ে এমন কিছু ভাবার দরক𒁏ার নেই। পাওলা কোনও ভুল করেনি, আমিও কিছু ভুল করিনি।’
কিছু দিন✱ পাওলা জানিয়েছিলেন যে, তার সঙ্গে গ্রিক টেনিস তারকা চিচিপাসের এখন আর কোনও সম্পর্ক নেই।
চিচিপাস বলেন, ‘আলাদা থাকাটা খুব কষ্টের। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। সেই সময়টাকে আমি ঠিক ভাবে সামলাতে পারিনি। টেনিস সফরের চ༒াপ ছিল। আমার অনেক কাজ ছিল। ব্যক্তিগত এবং পেশাগত, দুটো দিক সামলাতে পারছি🤡লাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, সম্পর্ক থেকে বিরতি নেব।’
সেই সঙ্গে চিচিপাস বলেন, ‘দু’তিন সপ্তাহ পর আমি বুঝতে পারি যে কঠিন সময়ে পাওলা কতটা আমার পাশে থেকেছে। ও যখন ফোন করে আমার সঙ্গে কথা বলে, দেখা করতে চা⛄য়, আমি বুঝতে পারি আমাদের ভালবাসাটা কতটা গভীর। আমাদের সম্পর্কটা বাকিদের থেকে আলাদা। আমরা একে অপরকে বুঝতে পারি। তাই আমরা আবার এক হয়েছি।’