• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতের বিপক্ষে খেলবেন না রশিদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০৪:৩১ পিএম
ভারতের বিপক্ষে খেলবেন না রশিদ খান
রশিদ খান। ছবি: সংগৃহীত

রশিদ খানের খেলার সম্ভাবনা কমে যাওয়ার পরও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রেখেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজ শুরুর এক𝓰দিন আগে বুধবার জানা গেল, কোহলি-রোহিতদের বিপক্ষে খেলা হচ্ছে না আফগান এই তারকার। 

ভারতে সফল বিশ্বকাপ অভিযান শেষে পিঠের চোটের কারণে তাকে যেতে হয়েছে শল্যবিদের ছুরির নিচে। সে কারণেই কদিন আগে বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রশিদ। এমনকি দক্ষিণ আফ্রিকায় চলতি মাসে শুরু হতে যাওয়꧟া এসএ টি-টোয়েন্টি থেকেও ছিটকে গেছেন তিনি। 

নেতৃত্ব থাকা ইব্রাহিম জাদরান সংবাদ সম্মেলনে বলেন, ‘রশ꧂িদ সুস্থ নয়। কিন্তু ও ꦉদলের সঙ্গে রয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে ভারতের বিপক্ষে সিরিজে ও খেলতে পারবে না।’

রশিদ💎 আফগানিস্তানের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ভারতের মাটিতে খেলার বি𓆉শাল অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু তাকে ছাড়া আফগানিস্তানের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ইব্রাহিম। 

তিনি বলেন, ‘রশিদ ছাড়াও আমরা ভালো খেলার ক্ষমতা রাখি। দলের ক্রিকেটারদের ওপর আমার বিশ্বাস রয়েছে। বাকিরাও আফগানিস্তানের হয়ে ভালো খেলেছে। অবশ্যই রশিদের অভাব বোধ করব। কিন্তু খেল♚ায় চোট লাগতেই পারে। তাতে আমাদের কিছু করার নেই🔴।’

রশ♐িদকে দলে রাখার কারণ, মাঠে না নামলেও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে দলকে সাহায্য করতে পারবেন তিনি।

মোহালিতে বৃহস্পতিবার শুরু দুই ꦿদলের সিরিজ। পরের দুই ম্যাচ ইন্দোর 𒊎ও বেঙ্গালুরুতে ১৪ ও ১৭ জানুয়ারি।

 

Link copied!