উইম্বলডনের ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিলেন ৩৬ বছর বয়সী নোভাক জোকোভিচ। তার প্রত্যাশা ছিলে এই ম্যাচ জিতে ৮ বারের মতো উইম্বলডন শিরোপা জিতে রজার ফেদেরারের নামের পাশে নাম লিখাবেন। কিন্তু তা হতে দেয়নি ২০ বছর বয়সী স্পেনিশ তরুণ আল কারাজ। 🔜এই তরুণে কাছে হার হয়ত জোকোভিচ মেনে নিতে পারছিলেন না। সেই জন্যই র্যাকেট ছুঁড়ে মারেন নেটে। ছুঁড়ে নেটে লেগে সঙ্গে সঙ্গে ভেঙে যায়।
রোববার( ১৬ জুলাই🦄) কার্লোস ছুঁড়ে কাছে ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারেন জোকোভিচ। এই ম্যাচে পঞ্চম সেটে জোকোভিচ সার্ভিসে র্যাকেট কাছে পয়েন্ট হারানোর পর মেজাজ হারিয়ে বসেন। তখন♔ তার হাতে থাকা ছুঁড়ে নেটের দিকে ছুঁড়ে মারেন। পরে ম্যাচ আম্পায়ার ফার্গুস মার্ফি তাৎক্ষণিক সীমা লঙ্ঘনের জন্য তাকে সতর্ক করে দেন।
সতর্কের পর সার্ভিয়ান খেলোয়াড় নিজের মেজাজ নিয়ন্ত্রণেই রেখেছিলেন। ম্যাচে পরে আর এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটেনি। তবে তাকে র্যাকেট ভাঙার শাস্তি পেতেই হয়েছে। উইম্বলডন ফাইনালে রানার্স-আপ হওয়ার কারণে ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড পাবেন এই সার্ভিয়ান। তার পু✨রস্কার থেকে তার জরিমানার অর্ꦐথ কেটে নেওয়া হবে।