প্রত্যাশা মতোই চলতি উইম্ব🐼লডন টেনিস আসরের ফাইনালে উঠেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। বছরের তৃতীয় গ্রান্ড স্লাম টেনিস আসরের সেমিফাইনালে তিনি ইতালির লরেনজো মুসেত্তিকে সরাসরি সেটেই হারিয়ে দিয়েছেন।
২৪টি গ্রান্ড স্লাম শিরোপাধ⭕ারী ও দ্বিতীয় বাছাই জোকোভিচ জিতে💞ছেন ৬-৪, ৭-৬ ও ৬-৪ সেটে। ২ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ২৪তম বাছাই মুসেত্তি হেরেছেন অভিজ্ঞতার অভাবে।
রোববার ফাইনালে জোকোভিচ খেলবেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজের বিপক্ষে। শুক্রবার সেমিফাইনালে রা꧑শিয়ার দানিয়েল মেদভেদেভকে তীব💮্র লড়াইয়ের পর ৬-৭, ৬-৩, ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন স্প্যানিশ তারকা।