চট্টগ্রামে যখন লিটন-সাকিবরা আফগানিস্তানের বিপক্ষে লড়ছে, একই সময়ে মিরপুরে ভারতের বিপক্ষে নেমেছে নারী দল। দ্💝বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল ভারতকে মাত্র ৯৫ রানে আটকে দিয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) প্রথমে ব্যাটিংয়ে নেমে র্যাঙ্কিংয়ে দুর্বল দলের বিপক্ষে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতের মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে ৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামবে🐓 লাল-সবুজেরা।
এর আগে ওপেনিং জুট🧸িতে স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা যোগ করেন ৩৩ রান। এরপরই বাংলাদেশের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাহিদা আক্তার মান্দানার স্টাম্প ভেঙে দেন। তিনি ফেরেন মাত্র ১৩ রান করে। ৩৩ রানে থাকাবস্থাতেই ভারত তিনটি উইকেট হারায়। এরপরই কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টায় থাকা ওপেনার শেফালিকে ফেরান সুলতানা খাতুন। সোবহানা মোস্তারির তালুবন্দী হওয়ার আগে শেফালি ১৯ রান (১৪ বল) করেন।
এরপর সেই সুলতানার বলেই বোল্ড হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীতও। তিনি আজ রানের খাতাই খুলতে পারেননি। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ভারღতের বড় রান সংগ্রহের পথ রুদ্ধ হয়ে যায়। বলার মতো রান পাননি পরবর্তী কোনো ব্যাটারই। ইয়াস্তিকা ভাটিয়া ১১, দিপ্তী শর্মা ১০ এবং আমানজত কৌর ১৪ রান করেন।
এর আগে প্রায় ১১ বছর পর হোম অব গ্রাউন্ড মিরপুরে খেলতে নেমে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে পরাজয়ের স্বাদ নিয়েছিল বাংলাদেশ দল। সিরিজে পিছিয়ে থাকায় এই ম্যাচটি টাইগ্রেসদের কাছে একপ্রকার বাচামরার লড়াই।