• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাকিস্তান দল নির্বাচনে আবারও বিতর্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৫:৪৯ পিএম
পাকিস্তান দল নির্বাচনে আবারও বিতর্ক
ছবি: সংগৃহীত

নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বিতর্কে জড়ালেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার প💎র অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল (সোমবার) দল ঘোষণা করে পাকিস্তান। আর তারপরই শুরু হয়ে যায় তাকে নিয়🐈ে বিতর্ক।

পাকিস্তান অধিনায়ক ও কোচের ইচ্ছা ছিল অস্ট্🌜রেলিয়া সিরিজে যাতে দলে রাখা হয় হারিস রউফকে। নির্বাচকরাও রেখেছিল তাকে প্রাথমিক স্কোয়াডে। তবে শেষ পর্যনꦏ্ত রউফের সম্মতি না থাকায় তাকে দলে রাখা হয়নি। পাকিস্তানের জার্সিতে এখনো পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন হারিস রউফ।

দল ঘোষণার পর ওয়াহাব বলেছেন, “দুই দিন আগে আমরা হারিস রউফের সঙ্গে কথা বলেছিলাম, সে পাকিস্তানের হয়ে টেস্ট খেলার ব্যাপারে সম্মত হয়েছিল। তবে গত রাতে সে মত বদলেছে, অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের অংশ হতে চায়নি। সে তার ফিটনেস ও ওয়𒆙ার্কলোড নিয়ে চিন্তিত।”

এ সময় তিনি আরও বলেন, “আমরা তাকে আশ্বস্ত করেছিলাম, তার জন্য ব্যাপারটি সহজ করে দেব, সম্ভাব্য ব্যর্থতাও মেনে নেব। আমাদের ফিজিও বলেছেন তার চোট নিয়ে ক♑োনো শঙ্কা নেই। সে ক্লান্ত, কিন্তু আমরা সেটিরও ব্যবস্থা করতে পারতাম। কিন্তু সে নিজেকে সরিয়ে নিয়েছে। আমার মন📖ে হয় এটি পাকিস্তান ক্রিকেটকে আঘাত করবে।”

ওয়াহাবের এমন মন্তব্য নিয়ে এবার প্রশ্ন তুলেছেন রউফ। ক্রিকইনফো জানিয়েছে, “ওয়াহাবের বক্তব্য অস্বীকার করেছেন রউফ। তবে এই সিরিজে খেলতে না চাওয়ার ব্যাপারটি সত্য। কিন্তু শেষ মুহুর্তে এসে মত বদলাননি এই পেসার। তার দাবি, তিনি আগে থেকেই খেলতে চাননি।”
পাকিস্তানের জার্সিতে এখনোဣ পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন হারিস রউফ।

Link copied!