• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জিতে ইউরোপার সম্ভাবনা বাড়ালো চেলসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৪, ০৫:৩৪ পিএম
জিতে ইউরোপার সম্ভাবনা বাড়ালো চেলসি
ম্যাচ জিতে উৎফুল্ল চেলসির খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের একসময়ের শক্তিশালী ক্লাব চেলসির অবস্থা এখন ভালো নয়। ইংলিশ প্রিমিয়ার ফুটবলের শিরোপার লড়াই, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন- সব হারিয়ে এখﷺন ইউরোপা লিগের যোগ্যতার আশায় রয়েছে দ্য ব্লুজরা।

ইংলিশ লিগের শিরোপা জয়ꦿের সম্ভাবনা মৌসুমের মাঝপথেই হারিয়ে ফেলে চেলসি। তবে তাদের সর্বশেষ লড়াই এখন, আগামী মৌসুম যে কোনো একটি ইউরোপিয়ান লিগের জন্য যোগ্যতা অর্জন করা।

সে লক্ষ্যে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা একবারেই নেই। কারণ, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে সেরা চারে 💧থাকতে হবে। কিন্তু চেলসি তো সেরা ছয়েও নেই। সেরা ছয়ে থাকতে পারলে ইউরোপা লিগে খেলতে পারবে।

শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে চেলসি। তবে, ৬ নম্বরে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে চেলসির পয়েন্ট সমান ৫৭ করে। গোল ব্যবধানে এগিয়ে নিউক্যাসল। ৩৬টি করে ম্যাচ খেলেছে দ⛦ুই দল।

লিগে বাকি এখনও দুই ম্যাচ। এই দুই ম্যাচে চেলসির চেষ্টা থাকবে ষষ্ঠ স্থান উদ্ধার করে অন্তত ইউরোপা লিগে খেলার সুযোগ তৈরি করা। সে ক্ষেত্রে নিউক্যাসলকে হোঁচট খেতেই হবে। আপাতত সে সম্ভাবনা তৈর⭕ি হবে কি না সন্দেহ।

নটিংহ্যাম ফরেস্টের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ৮ মিনিট𝓡েই গোল করেন মাইখাইলো মাদ্রিক। কিন্তু ১৬ মিনিটেই সেই গোল পরিশোধ করে দেয় উইলি বলি। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়।

৭৪ মিনিটে গিয়ে নটিংহ্যামকে এগিয়ে দেন কলাম হাডসন ওদোয়। পিছিয়ে পড়ে চেলসির যেন টনক নড়ে। যার ফলে ৮০ মিনিটে র👍াহিম স্টার্লিং গোল করে ব্লুজদের সমতায় ফেরান। এর ২ মিনিট পরই নিকলাসౠ জ্যাকসন গোল করে চেলসির জয় নিশ্চিত করেন।

 

Link copied!