• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চ্যাম্পইয়নস লিগ: এবার লড়াই শেষ চারের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৭:২৯ পিএম
চ্যাম্পইয়নস লিগ: এবার লড়াই শেষ চারের
ছবি: সংগৃহীত

প্রথম লেগে ০-৩ গোলে পিছিয়ে থাকা বায়ার্ন মিউন𝄹িখকে ম্যানসিটির বিপক্ষে মিরাকেল ঘটাতে হতো সেমিতে উঠতে! ঘরের মাঠ হলেও ত🎐ারা পারেনি, ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। দুই লেগে মিলিয়ে ৪-১ গোলে অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে সেমিতে উঠেছে সিটিজেনরা।

সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এর আগে আসরেও এই দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল। প🌊্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থাকা সিটির বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছিল।

একই দিনে সান সিরোয় অনুষ্ঠিত ইন্টার মিলান-বেনিফিকার প্রত🎶িদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করে সান সিরোর দলটি। ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠেছে ইন্টার।

তার আগের রাতে ১৬ বছরের খরা কাটিয়েছে আরেক ইতালিয়ান ক্লাব এসি মিলান। ২০০৬-০৭ মৌসুমে শিরোপা জেতার পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠেছে তারা। এবারের আসরে এই ইতালিয়ান ডার্বি দেখবে ফুটবল ভক্ত🦂রা। ইন্টারের বিপক্ষে মাঠে নামবে এসি।

 

দেখে নিন  চ্যাম্পিয়ন্স লিগের সেমির সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি

প্রথম লেগ ১০ মে (মঙ্গলবার) দিবাগত রাত ১ টা  

দ্বিতীয় লেগ ১৮ মে (বুধবার) দিবাগত রাত ১টা

এসি মিলান-ইন্টার মিলান

প্রথম লেগ  ১১ মে (বুধবার) দিবাগত রাত ১ টা

দ্বিতীয় লেগ এসি মিলান-ইন্টার মিলান দিবাগত 🔯রাত ১ টা  

Link copied!