• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ম্যাচ জয়ের ‘এক্স ফ্যাক্টর’ মোস্তাফিজের ক্যাচ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০২:৫৩ পিএম
ম্যাচ জয়ের ‘এক্স ফ্যাক্টর’ মোস্তাফিজের ক্যাচ
অবিশ্বাস্যভাবে ক্যাচ লুফে নেন মোস্তাফিজ। ছবি: সংগৃহীত

বাংল𝓰াদেশের পেসার মোস্তাফিজুর রহমানের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে অতীতটা ভাল ছিল না। ফিজের প্রধান অস্ত্র কাটার এবং স্লোয়ার। মুম্বাইয়ের মাঠে সেটা খুব একটা কাজে আসেনি। বল হাতে টাইগার পেসার ছিলেন খরুচে, ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান। তবে দিনশেষে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে জয়ের এক্স-ফ্যাক্টর হয়ে ছিলেন টাইগার পেসারই।

টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার সূর্যকুমার যাদবকে শূন্য রানে ফিরিয়েছিলেন মাথিশাꦍ পাথিরানা। সেটায় বড় ভূমিকা ছিল বাংলাদেশি পেসারের। পাথিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজ। বিপজ্জনক ব্যাটার সূর্যকুমারকে ফিরতে হয়েছে ফিজের সেই অসাধারণ ক্যাচের কল্যাণে। সূর্যকুমারের এই ক্যাচ চলতি আইপিএলের সেরা ক্যাচ হতেই পারে।

পাথিরানার বলে তুলে দিয়েছিলেন থার্ডম্যানে। আর এক⛄টু হলেই ছয় হয়ে যাচ্ছিল। কিন্তু মোস্তাফিজ সেই ক্যাচ ধরেন। ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুড়ে দিয়েছিলেন। বাউন্ডারির ভেতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভেতরে এসে ক্যাচ লোফেন। রিভিউ দেখার পর আউট দেওয়া হয়। পাথিরানার ✤ওই ওভারেই আউট হয়েছিলেন ঈশান কিশান।

গত ম্যাচেই ঝড়ো অর্ধশতক করেন সুর্যকুমার। তাকেই এই ম্যাচে শূন্য রানে ফিরিয়েছে পাথিরানা-মোস্তাফিজ জুটির এই দুর্দান্ত প্রচেষ্টা। শেষমেশꦕ ম্যাচের পার্থক্যটাও গড়ে দিয়েছে এই ক্যাচই। ম্যাচে ফিজের খরুচে স্পেল ছাপিয়ে আলোচনায় আসছে সূর্যকুমারের ক্যাচটাই।

বল হাতে খরুচে হলেও ফিজ প্রশংসায় ভেসেছেন ক্যাচের জন্য। যেই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম 🌠গিলক্রিস্টও। সাবেক এই উইকেটরক্ষক মনে করেন, পাথিরানার সেই এক ওভারেই খেলার মোমেন্টাম ঘুরে গেছে, ‘মোস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল। ওই এক ওভারে দুই উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায়।’

রোববার🐽 মুম্বাইয়ের ওয়াংখেড়েতে চেন্নাই ২০ রানে মুম্বাইক𝄹ে পরাজিত করে। 

Link copied!