• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাসপাতাল ছেড়ে বাসায় কার্লোস তেভেজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০২:১৮ পিএম
হাসপাতাল ছেড়ে বাসায় কার্লোস তেভেজ
কার্লোস তেভেজ। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপ তারকা ফুটবলার কার্লোস তেভেজ গত মঙ্গলবার হঠাৎ বুকে ব্যথা ওঠায়🦹 হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার শরীরে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তেভেজের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টে জানিয়েছে, সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যে ফল এসেছে, সেটা সন্তোষজনক।

বিপদের আশঙ্কা না থাকায় তেভেজকে বাসায় পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধ♑বার ব𝐆াসায় ফিরে গেছেন আর্জেন্টাইন সাবেক এই তারকা।

২০২৩ সালে আগ꧒স্ট থেকে আর্জেন্টিনা ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টে কোচ হিসেবে কাজ করছেন তেভেজ। কোচের হাসপাতাল ছাড়ার বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘কার্লোসཧ তেভেজের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। বিশ্রামের জন্য তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী অনুশীলনে যোগ দেবেন তিনি।’

জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ꧅২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৭৬টি ম্যা♍চ খেলেছেন তেভেজ।

𝄹২০২২ সালের জুনে বুকা জুনিয়র্স থেকে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেন তেভেজ। এরপর কোচ হিসেবে স্বল্পমেয়াদে কাজ করেছ♔েন রোজারিও সেন্ট্রালের হয়ে।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ম্য♔ানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং ওয়েস্ট হ্যামে কোচ স্ট্রাইকার হিসেবে খেলেছেন তেভেজ। ইউনাই🍎টেডের হয়ে দুইবার এবং সিটির জার্সিতে একবার জিতেছেন লিগ শিরোপা।

Link copied!